Type Here to Get Search Results !

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

আমি চাঁদকে বলি তুমি

ইসলামিক জনপ্রিয় লোকসংগীত এর মধ্যে একটি অন্যতম।কারন এই সঙ্গীত হলো মা কেন্দ্রীক। যারা যারা মা কে ভালোভাসে তাঁদের কাছে এই সঙ্গীতের মূল্য হাজারগুণ।সুতরাং আমরাও এই গজলের লিরিক্স আপনাদের জন্য দিয়ে রেখেছি।


আমি চাঁদকে বলি তুমি
গীতিকারঃ কবির আল মামুন
সুরকারঃ মাহফুজ মামুন

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মত

গোলাপকে বলি তুমি মিষ্টি নও

আমার মায়ের মত

মা যে আমার সবার সেরা 

অনন্ত কাল অবিরত।।ঐ

হীরা নাকি শুনি সবচে দামি

সারাক্ষণ করে ঝলমল

তাহার চেয়ে অধিক দামি

আমার মায়ের আঁচল

মাকে ছেড়ে চাই না আমি 

হিরা মানিক কত শত।।ঐ

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মত

আমি গোলাপ কে বলি তুমি মিষ্টি নও

আমার মায়ের মত।

মা যে হলো প্রেম মমতায়

বিধাতার সেরা উপমা

হয় না কভূ মায়ের সাথে 

অন্য কারো তুলনা

মার পরশে যায় যে মুছে

ব্যাথাও বেদনা যত।।ঐ

আমি চাঁদ কে বলি তুমি সুন্দর নও

আমার মায়ের মত

গোলাপ কে বলি তুমি মিষ্টি নও

আমার মায়ের মত।।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.